দুই সপ্তাহে জমা পড়েছে ২৩১টি

বগুড়ায় জামানতবিহীন ঋণের জন্য চেম্বারে আবেদনকারী তরুণদের শিগগিরই ডাকা হবে

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭১ বার।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ঘোষিত জামানতবিহীন ঋণ সুবিধা পেতে জেলার ২৩১জন তরুণ আবেদন করেছেন। জেলার ব্যবসায়ীদের শীর্ষ ওই সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য খুব শিগগিরই মোবাইল ফোনে ডেকে নেওয়া হবে। তবে আবেদনকারীদের মধ্যে যারা এরই মধ্যে ব্যবসা শুরু করেছেন অর্থাৎ পুরনো তাদের এবং নারীদের আবেদন বাতিল হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দুই ক্যাটাগরিতে প্রায় অর্ধশত আবেদন বাতিল হয়ে যেতে পারে।
জেলার বেকার তরুণদের ‘উদ্যোক্তা’ হিসেবে গড়ে তুলতে জামানতবিহীন ঋণ প্রদানের ঘোষণা সম্বলিত একটি বিজ্ঞপ্তি গত ১৭ জানুয়ারি স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ করে বিসিসিআই কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ১৮ থেকে ৩০ বছর বয়সী আগ্রহী তরুণদের  ৩১ জানুয়ারির মধ্যে বিসিসিআই সভাপতি বরাবর আবেদন করতে বলা হয়। পরে বিসিসিআই সভাপতি মাসুদুর রহমান মিলন পু-্রকথাকে জানান, যাদের মাথায় বিভিন্ন ব্যবসার পরিকল্পনা রয়েছে কিন্তু অর্থের অভাবে শুরু করতে পারছেন না তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী তরুণদের জামানত ছাড়াই এক বছরের জন্য সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে। 
বিসিসিআইয়ের সচিব মাসুদ রানা জানান, মাত্র একদিন বিজ্ঞপ্তি প্রকাশের পর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে মোট ২৩১টি আবেদন পাওয়া গেছে। এগুলো এখন যাচাই-বাছাই চলছে।
বিসিসিআই সভাপতি মাসুদুর রহমান মিলন জানান, শর্তের বাইরে যারা আবেদন করেছেন তাদের আবেদন বাতিল হয়ে যাবে। তিনি বলেন, ‘যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা সময় লাগবে। এরপর আমরা আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোনের নম্বরে কল করে তাদের ডেকে নেব।’ ফেব্রুয়ারিতেই আবেদনকারীদের ডাকা হবে কি’না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো।’