বগুড়া হকার্স মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩১ বার।

বগুড়ায় ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলার হকার্স মার্কেটে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতারের পরিচালনায় ওই জরিমানা করা হয়েছে। এতে সহযোগিতা করেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের( এপিবিএন) সদস্যরা।

 

এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় তিন ঘণ্টার ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালত 'আদর্শ ক্লোথ ষ্টোরের' মালিক পরিমল ঘোষ কে ১০ হাজার এবং 'আজিজ গার্মেন্টসের'  মালিক আজিজুল হক কে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।