শেরপুরে শতবর্ষী বটগাছ নিয়ে জনমনে শঙ্কা

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৩ জুলাই ২০১৮ ১৬:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৫ বার।

শতবর্ষী একটি বটগাছ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখুলি বাজারের দোকানি ও নিয়মিত কেনাকাটা করতে আসা শত-সহস্র মানুষ। এরই মধ্যে গাছটির অসংখ্য ডালপালা মরে উই পোকার আধারে পরিণত হয়েছে। ক’দিন আগে ওই গাছের একটি সুড়ঙ্গ গোখরা সাপ বের হয়। এরপর এলাকাবাসী সেখান থেকে একে একে ৪৬টি গোখরা সাপ ধরে তা মেরে ফেলে। এরপর সেখান থেকে মাঝেমধ্যেই দু’একটি করে গোখরা সাপের বাচ্চা বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, গাছটির গোড়ায় আরও বিষধর সাপ লুকিয়ে আছে। এ অবস্থায় স্থানীয় বাজার ও আশপাশের গ্রামে সাপ আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে স্থানীয় লোকজন গাছটি নিলামে বিক্রির দাবি করে বলছেন, তাতে সরকার যেমন রাজস্ব পাবে তেমনি তারাও ঝুঁকিমুক্ত হতেন।  
কয়েরখুলি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গাছটি অনেক পুরানো। মরা ডালাপালাগুলো যে কোন সময় তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেদিকে নজর নেই। এ অবস্থায় চরম ঝুঁকি নিয়ে তাদের ব্যবসা করতে হচ্ছে। খানপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামও ঝুঁকিপুর্ণ এই বটগাছটি কেটে ফেলার যৌক্তিকতা স্বীকার করেছেন।  তিনি বলেন, ‘যেহেতু গাছটি সরকারি। তাই বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।’ শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘লিখিতভাবে আবেদন পেলে সরকারিভাবে নিলাম বিজ্ঞপ্তি দেয়া হবে। এরপর জনস্বার্থে গাছটি কেটে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’