শতভাগ পাশের তালিকায় শেরউড্ ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে

আইয়ুব আলী, শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৫ জুলাই ২০১৮ ১৬:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪৪ বার।

বরাবরের মত এবারো সাফল্যের সুনাম অক্ষুন্ন রেখেছে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরউড্ ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে। বিগত বছরগুলোর চেয়ে এবারেরর এইচএসসি পরীক্ষায় তাদের সাফল্য আরও অনেক বেশি। শতভাগ পাসের তালিকায় স্থান করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক ৪৪জন ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়ে সবার নজর কেড়েছে। এইচএসসি পরীক্ষার এই ফল নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ভালো ফলাফলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরা আনন্দিত।


শেরউড্ ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান জানান, ঐতিহ্যবাহী এই বিদ্যাপিট থেকে মোট ২৩১জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৮জন, মানবিক বিভাগ থেকে ৫৮জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৫জন শিক্ষার্থী অংশ নিয়ে বেশ সাফল্যের সঙ্গে উর্ত্তীণ হয়। জিপিএ-৫ পেয়েছে ৪৪জন। এছাড়া ১৩৭জন এ গ্রেডে ও ৫০জন এ মাইনাসে উর্ত্তীণ হয়। অধ্যক্ষ সাজ্জাদুর রহমান আরও বলেন, বিগত তিন বছর ধরেই নিজেদের সেরা ফল ধরে রাখতে সক্ষম হয়েছে শেরউড্ ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ। ২০১৬সালে প্রথম এই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। মোট ৬৪জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৩জনই কৃতকার্য হয়। এরমধ্যে জিপিএ-৫ পায় ১৪জন শিক্ষার্থী। 

একইভাবে ২০১৭সালে মোট ১৯১জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে ১৮৯জন বিভিন্ন গ্রেডে উর্ত্তীণ হয়। আর জিপিএ-৫ পেয়েছে ৫৬জন শিক্ষার্থী। অধ্যক্ষ সাজ্জাদুর রহমান বলেন, ইতিমধ্যে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে ১৪জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। বুয়েট ও অন্যান্য প্রকৌশল বিশ^বিদ্যালয়সহ দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তত ২০জন শিক্ষার্থী পড়ালেখা করছে বলে তিনি দাবি করেন। 

ফলাফলে সন্তোষ প্রকাশ করে অত্র প্রতিষ্ঠানের পরিচালক শহিদুর রহমান জানান, শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় ছাত্রছাত্রীরা লেখাপড়া অত্যন্ত মনযোগি হওয়ায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এছাড়া ভালো ফলাফলের পিছনে আমাদের অভিজ্ঞতা সর্বাত্মক প্রচেষ্টাও রয়েছে। ভবিষ্যতে আরো ভাল ফলাফল হবে বলে তিনি আশা করেন।