পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি হলেন ড. রেজাউল করিম

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়,পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিমকে প্রো-ভিসি নিয়োগ করেছেন। প্রফেসর ড. করিম রাশিয়ায় অনার্স,মাষ্টার্স এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

উল্লেখ্য ঐতিহাসিক পুন্ড্রনগর,চাঁদ সওদাগরের আবাসস্থল এবং বেহুলার বাসর ঘর খ্যাত বগুড়া জেলায় ২০১৫ সাল থেকে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি পাঠদান শুরু করে। খৃষ্টপূর্ব ৫ম শতকে ভারতের বিহার প্রদেশের বর্তমান রাজগীর সিটির পার্শ্ববর্তী নালন্দা বৌদ্ধবিহার স্বয়ং বুদ্ধদেবের উপস্থিতিতে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত হয়েছিল। সেই গৌরবময় স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে ১৯৫১ সালে ভারত সরকার সেখানে প্রতিষ্ঠা করেন বর্তমানের পৃথিবীখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়।

খৃষ্টপূর্ব ৩য় শতকে সেন বংশের রাজধানী পুন্ড্রনগরখ্যাত ঐতিহ্যবাহী বগুড়ায় টিএমএসএস কর্তৃক স্থাপিত পুন্ড্র বিশ্ববিদ্যালয়কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মত এক যুগশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করে কালের গহ্বরে হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ে ট্রাষ্টি বোর্ড সহ-সভাপতি ড. হোসনে আরা বেগম। তিনি জানান, আপাতত ২৫ বিঘা জমির উপর ২০ তলা একাডেমিক ভবন, ৫ তলা কনভেনশন হল, মাল্টিমিডিয়া ক্লাশরুম, ডিজিটাল ল্যাবরেটরী, সুবৃহৎ পাঠাগার, সুদৃশ্য আবাসিক এলাকা, উন্নতমানের ক্যান্টিন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা সমৃদ্ধ এ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রো-ভিসি নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল হবে।