দরিদ্র শিক্ষার্থীদের পাশে আলোর প্রদীপ

প্রেস রিলিজ
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৭ বার।

বগুড়ার সোনাতলায় আলোর প্রদীপ নামে সংগঠন রোববার  ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে।বিদ্যালয়গুলো হলো- আমতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়িয়াচকনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামাজখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িহাসরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গড়ফতেহপুর জিল্লুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। 


'বাহার উদ্দিন দরিদ্র শিক্ষার্থী শিক্ষা সহয়তা প্রকল্প' ও জামিল আখতার বীণু দরিদ্র শিক্ষার্থী পুষ্টি প্রকল্প” এর আওতায় সংগঠনের উপ-চেয়ারম্যান আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি সাংগঠনিক টিম ওই  কার্যক্রমে অংশ নেয়।  এ সময় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ উপস্থিত ছিলেন আলোর প্রদীপ সংগঠনের উপ-চেয়ারম্যান মোঃ বাবলা হোসেন, হিসাবরক্ষক  মেহেদী হাসান, সাবেক যুগ্ম-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন হাসিব, সদস্য রাজিবুর রহমান শীতল, আরিফ হাসান সঞ্চয়, সাজেদুর আবেদীন শান্ত, রাসেল সরকার, গোলাপ ও কিশোর স্বেচ্ছাসেবী দলের যুগ্ম-আহ্ববায়ক মোঃ লেমন মিয়া। 

আলোর প্রদীপ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ৮টি প্রতিষ্ঠানের ১২ জন অতি দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করে আগামী ৫ বছর সহায়তার লক্ষ্যে একটি  চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।