বগুড়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭৭ বার।

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে আবারও  জোর দিয়েছে পুলিশ। পুলিশ সপ্তাহ পরবর্তী অভিযান শুরুর পর গেল ২৪ ঘন্টায় ৪৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে  ২২৫ পিস ইয়াবা, ১২ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ২.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০টি মামলা করা হয়েছে। এর মধ্যে সদর থানার ৮টি মামলায় আটক হয়েছে ২৮ জনকে। 


বগুড়ায় জেলা পুলিশের পক্ষ থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো তখন পুণ্ড্রকথাকে বলেছিল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার সারাদেশে আরও কঠোরভাবে দৃশ্যমান করতে চায়। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ এমনকি ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতসহ মানুষের জান-মালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কাউকেই রেহায় দেওয়া হবে না। সূত্র জানায়, সম্প্রতি পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পুলিশ প্রধানের নির্দেশনার প্রেক্ষিতে বগুড়ায় মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

বগুড়ায় পুলিশের গণমাধ্যম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযান মাদক পুরোপুরি নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত চলবে।