তিনি বগুড়া থিয়েটারেরও সভাপতি ছিলেন

গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আযম খান আর নেই

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৭ বার।

বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা এএইচ আযম খান মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বজনরা জানিয়েছেন বগুড়া রেল স্টেশন থেকে বাড়ি ফেরার পথে তার স্ট্রোক হয়। এর পর পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বগুড়া জেলা পরিষদ সদস্য আযম খান গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে এক ছেলে এবং নাতি-নাতনি রেখে গেছেন। গাবতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আযম খান মৃত্যুর পূর্ব পর্যন্ত বগুড়া থিয়েটারের সভাপতি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। শোক প্রকাশ করেছেন সম্মিলি সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
মরহুম আযম খানের মেয়ের জামাই রফি নেওয়াজ খান রবিন জানান, তাঁর শ্বশুড় ঢাকা থেকে ট্রেনে মঙ্গলবার সকালে বগুড়ায় আসেন। সকাল ৭টার কিছু পরে তিনি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে সাতমাথার দিকে আসছিলেন। 
কিছুক্ষণ পর তিনি রিকশায় ওঠেন। তবে বিআরটিসি মার্কেটের কাছাকাছি এলাকায় আসার পর তিনি অসুস্থতা অনুভব করেন। তখন আযম খান তাঁর গ্রামের পরিচিত এক ফল ব্যবসায়ীকে ডেকে তার অসুস্থতার কথা বলেন। এরপর দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জানান, আযম খান ৩৫ বছরেরও বেশি সময় ধরে ওই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বলেন, ‘আযম খানের মৃত্যুতে বগুড়ার সাংস্কৃতি অঙ্গন একজন অভিভাবক হারালেন।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার বাদ যোহর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আযম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় গাবতলীতে দ্বিতীয় এবং সন্ধ্যা ৬টায় গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।