জাপানি দম্পতির ৪০০ বছরের বনসাই চুরি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪ বার।

জাপানি এক দম্পতির বাগান থেকে প্রায় ৪০০ বছরের একটি শিম্পাকু জুনিপারসহ সাতটি বনসাই চুরি হয়ে গেছে।

এ ঘটনায় গভীর বেদনাহত এই দম্পতি চোরদের প্রতি ক্ষোভ জানানোর ভাষা নেই জানিয়ে 'সন্তানতুল্য' বনসাইগুলোকে যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি টোকিওর সাইতামায় সেইজি ইমুরা ও তার স্ত্রী ফুয়ুমির ইমুরার বাগান  থেকে চুরি হয়ে যায় ওই বনসাইগুলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইমুরা লিখেছেন, আমরা কেমন অনুভব করছি; তা জানানোর ভাষা নেই। এগুলো অনেক মূল্যবান।

জাপানসহ পূর্ব পূর্ব এশিয়ার অনেক দেশে বিভিন্ন বৃক্ষকে বনসাই বানিয়ে রাখার চল আছে। নির্ধারিত বাক্সে এসব বনসাই রেখে বিশেষ যত্ন নিতে হয়।

বিবিসি বলছে, বনসাই অনুরাগীদের কাছে বহুল আকাঙ্ক্ষিত শিম্পাকু জুনিপার বনসাইয়ের কোনও কোনওটির মূল্য ৯১ হাজার ডলারেরও বেশি। এগুলো সাধারণত কয়েকশ' বছর বেঁচে থাকে।

জাপানি দম্পতির বাগান থেকে চুরি হওয়া সবগুলো বনসাইয়ের মূল্য প্রায় এক লাখ ১৮ হাজার মার্কিন ডলারের বেশি বলে সিএনএন জানিয়েছে।

ফুয়ুমির ইমুরা জানান, শিম্পাকুর বয়স প্রায় ৪০০ বছর। এটির যত্ন দরকার। পানি ছাড়া এক সপ্তাহও এটি বাঁচতে পারে না।

তিনি বলেন, আমরা চলে যাওয়ার পরও এগুলো হয়তো বেঁচে থকবে। যিনি এটি নিয়েছেন; অনুরোধ করব তিনি যেন গাছে যথাযথ পানি দেন।