ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় সেলিম হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৪ বার।

মানসম্মত খাবার পরিবেশন না করার অপরাধে বগুড়ায় সেলিম হোটেলের মালিক তরিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার ওই অর্থদন্ড প্রদান করেন। এসময় সহযোগিতা করেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) সদস্যরা।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার পুণ্ড্রকথাকে বলেন, ‘ওই হোটেলের কোনো খাবারেই ঢাকনা ছিলো না। সব খাবার রাখা হয়েছিলো স্যাঁতস্যাঁতে পরিবেশে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।' 

এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিকালে সদর থানার ১নং রেলগেটের চকবাজার এলাকায় এপিবিএনের সহযোগিতায় ওই অভিযান চালানো হয়। এসময়  আদালত সেলিম হোটেলে মানসম্মত খাবার পরিবেশন না করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেন।'