বগুড়ার শেরপুরে ফেন্সিডিলসহ পল্লী চিকিৎসক আটক

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৭ জুলাই ২০১৮ ১৫:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

বগুড়ার শেরপুরে মিজানুর রহমান শাওন (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শুক্রবার সকালে উপজেলার গাড়িদহ মাদরাসাপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তারা বাসাটিতে তল্লাশী চালিয়ে ৩৯ বোতল ফেন্সিডিলও উদ্ধার করে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ওই অভিযানের কথা জানিয়েছেন। পল্লী চিকিৎসক শাওন রাজশাহী জেলার বাঘা উপজেলার ছাতারী গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‘ক’ সার্কেলের পরিদর্শক শাহজালাল খানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায়। তল্লাশীকালে বাজারের ব্যাগের ভেতর রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৩৯বোতল ফেন্সিডিল ও ৬ টি খালি বোতল পাওয়া যায়। পরে আটক মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৩(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।