সান্তাহার বাফার গুদাম থেকে জমাট বাধা সার সরবরাহ

নওগাঁয় সার ডিলারদের অবস্থান ধর্মঘট

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

সারের বাফার স্টক গুদাম থেকে ৭ বছরের পুরনো জমাট বাধা সার সরবরাহ নিতে বাধ্য করার প্রতিবাদে নওগাঁর সার ডিলাররা বৃহস্পতিবার ৫ ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেছেন। ঘটনা ঘটেছে  বগুড়ার সান্তাহারে অবস্থিত বিসিআইসি’র রাসায়নিক সার বাফার গুদামের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে ডিলার ও গুদাম কর্তৃপক্ষের সমঝোতায় দুপুর ১টার দিকে সার সরবরাহ কার্যক্রম শুরু হয়।
ডিলারদের অভিযোগে জানা গেছে, সান্তাহার বাফার স্টক গুদাম থেকে নওগাঁ জেলার ১১ উপজেলার ১২৬ ডিলারকে রাসায়নিক সার সরবরাহ করা হয়ে থাকে। এই গুদামে কয়েক বছর ধরে সারের মজুদ গড়ে তোলা হয় । কিন্তু গুদামে স্থানাভাবে বিপুল পরিমান সার খোলা আকাশের নীচে রাখা হয়। গত ৭ বছর ধরে এভাবে সার মজুদ রাখায় রোদ, বৃষ্টি ও কুয়াশায় সার গুলো জমাট বেধে পাথরের মত শক্ত হয়ে গেছে। সাম্প্র্রতিক সময়ে কর্তৃপক্ষ ঠিকাদার নিয়োগ করে জমাট বাধা সার ইট ভাঙা মেশিনে ভেঙে নিয়ে নতুন বস্তায় ভরানো হচ্ছে। কিন্তু ওই কাজে দায়িত্ব পাওয়া ঠিকাদার দায়সারা কাজ করায় জমাট সার পুরোপুরি না ভেঙে বস্তায় ভরানো  হচ্ছে এবং সে গুলো সার ডিলারদের সরবরাহ নিতে বাধ্য করা হচ্ছে। কৃষকরা সার কিনে নিয়ে যাবার পর জমাট দেখে ডিলারের নিকট ফেরত দিচ্ছে। ফলে ডিলাররা এসব জমাট বাধা সার নিয়ে বিপাকে পড়েছেন। এভাবে প্রতি ডিলারের ঘরে বিপুল পরিমান জমাট বাধা সারের মজুদ গড়ে উঠেছে। এতে করে তারা লাখ লাখ টাকার লোকসানে পড়ছেন বলে তারা জানিয়েছেন।  ডিলার ওলিউর রহমান, মিজানুর রহমান, দিপক কুমার’সহ অনেক ডিলার অভিযোগ করে বলেন, গত মাস থেকে প্রতি ৪০০ বস্তা বহনকারি একটি ট্রাকে ১১০ বস্তা জমাট বাধা সার সরবরাহ নিতে বাধ্য করছে বাফার কর্তৃপক্ষ। এনিয়ে বিরোধ সৃষ্টি হয়। চলতি মাসের বৃহস্পতিবারও একই পরিমানে জমাট বাধা সার সরবরাহ নেয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সার গ্রহনে অস্বীকৃতি জানিয়ে ডিলাররা সকাল থেকে প্রায় শতাধিক ট্রাক নিয়ে এসে বাফার স্টক গুদামে প্রবেশ না করিয়ে রাস্তায় রেখে দেয় এবং গেটের সামনে তাঁরা অবস্থান ধর্মঘট শুরু করে। খবর পেয়ে বেলা ১২টার দিকে নওগাঁ জেলা সার ডিলার সমিতি’র(বিএফএ)’র সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি দিপক কুমার ও মিজানুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল বাফার স্টক গুদামের ততা¡বধায়ক (ইনচাযর্) এ,কে,এম হাবিবুর রহমানের সাথে বৈঠক করেন। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে সিদ্ধান্ত হয় যে, প্রতি ট্রাকে ১১০ বস্তার স্থলে ৩৫ বস্তা জমাট বাধা সার সরবরাহ করবে বাফার গুদাম। ডিলাররা সে সিদ্ধান্ত মেনে নিলে দুপুর