এবার শাড়িতে মোদি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

বিয়ের কার্ড ও টি-শার্টের পর এবার ভারতের বাজারে এসেছে মোদির মুখাবয়ব শাড়ি।

ভারতে মোদির রাজ্য পশ্চিমাঞ্চলের প্রদেশ গুজরাটে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই শাড়ি। গুজরাটের সুরাটে দেখা যাবে নারীদের শাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের ছাপ। নির্বাচন উপলক্ষে মোদির মুখের বিভিন্ন ধরনের শাড়ি বাজারে এসেছে। আর এমন শাড়ি কিনতে বাজারে ভিড় করছেন নারীরা।  

শাড়ির অলঙ্করণে দেখা যায়, ফুলের ছাপের পাশে মোদির মুখ আঁকা কিংবা শুধু মোদির মুখাবয়ব রয়েছে এমন শাড়ির ব্যাপক বিক্রি হচ্ছে সুরাটে। প্রত্যেক পিস শাড়ির দাম প্রায় এক হাজার রূপি। এ মুহূর্তে সুরাটে মোদির মুখের ছাপের ৪ ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে।

স্থানীয় কাপড় ব্যবসায়ী রনক শাহর বরাত দিয়ে টাইমস ইন্ডিয়া জানায়, এমন মুখের ছাপের শাড়ি অন্য রাজনৈতিক নেতাদেরও বাজারে আসবে।

এ বছরে ভারতে লোকসভা নির্বাচন। গত বছরের দিওয়ালির স্বর্ণালঙ্কারে মোদির ছবি ছিল। তবে ক্রেতারা এ শাড়ি কিনতে পেরে অনকে খুশি বলে জানান বিক্রেতারা।