শনিবার দাফন

বগুড়ার মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বাবুলের ইন্তেকাল

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আশরারুল আলম বাবুল শুক্রবার ভোরে ঢাকায় তার বোনের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ ছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক কন্যা সন্তান রেখে গেছেন।
বগুড়া শহরের শিববাটি এলাকার বাসিন্দা মরহুম আকাম উদ্দিন আহম্মদের ছোট ছেলে আশরারুল আলম বাবুল মুক্তিযুদ্ধকালে ৭নং সেক্টরে যুদ্ধ করেছেন। বগুড়ার বিশিষ্ট আইনজীবী মিশকাতুল আলম চিশতির ছোট ভাই বাবুল স্বাধীনতার পর ঢাকায় সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। সর্বশেষ তিনি ‘দৈনিক নব অভিযান’ নামে একটি পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

স্বজনরা জানান,প্রায় দুই দশক আগে সাংবাদকিতা ছেড়ে বাবুল ব্যবসায় যুক্ত হন। তিনি ঢাকার মহাখালীর নিউ ডিওএইচএস-এ তার বড় বোনের বাড়িতেই অবস্থান করতেন। শুক্রবার ফজরের নামাজের পর সেখানেই হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেওয়ার পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঢাকা থেকে তার মরদেহ শুক্রবার রাতে বগুড়া শহরের শিববাটি এলাকায় নিজ বাসভনে পৌঁছার কথা রয়েছে। এরপর শনিবার বাদ যোহর শহরের কালিতলা এলাকায় মদীনা মসজিদে নামাজে জানাজা শেষে শিববাটি-কাটনারপাড়া গোরস্থানে দাফন করা হবে।