কবি আন্ওয়ার আহমদ এর ১৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের স্মরণসভা ও স্মৃতিপদক প্রদান

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১০ বার।

কবি-সম্পাদক ও সাংবাদিক আন্ওয়ার আহমদ এর ১৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে এক স্মরণসভা ও স্মৃতিপদক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সেউজগাড়ীস্থ এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ।  স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাট দশকের অন্যতম কবি, সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার।  স্বাগত বক্তব্য  রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী।  স্মরণসভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জি এম সজল, আদিবাসীদের নেতা প্রিসিলা মুরমু ও হৃদয় বাগদী, কবিপুত্র নাজিম আনওয়ার রূপম, সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক, সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, ছড়াকার আমির খসরু সেলিম। স্ম রণসভায় আদিবাসী বিষয়ক ছোটকাগজ ‘তীরন্দাজ’ স¤পাদনার জন্য সম্পাদক নজরুল ইসলামকে ‘কবি সম্পাদক আন্ওয়ার আহমদ স্মৃতিপদক ২০১৮’ প্রদান করা হয়।  প্রধান অতিথি তার হাতে ক্রেস্ট তুলে দেন।  কবি কামরুন নাহার কুহেলী এর সঞ্চালনায় কবির জীবনী পাঠ করেন কবি সারমিন সীমা।  কবি সম্পাদক আন্ওয়ার আহমদ এর কবিতা আবৃতি করেন শাহানুর শাহিন ও প্রতত সিদ্দিক, কবিতা পাঠ করেন অনন্যা গুপ্তা, আফসানা জাকিয়া, আল মাহমুদ হাসান সজীব প্রমুখ। স্মরণসভায় কবি-সাহিত্যিক ও আদিবাসীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বলেন-আন্ওয়ার আহমদ সারাজীবন নিঃস্বার্থভাবে সাহিত্যের জন্য কাজ করে গেছেন।  লেখক তৈরীতে তার অবদান ছিল অসামান্য। তিনি সম্পাদক হিসেবে ছিলেন যথার্থ।  সম্পাদক হিসেবে তিনি সব সময় লেখকদেরকে লেখা তৈরীতে তাড়া দিয়েছেন।  বর্তমানের অনেক বিখ্যাত লেখকের জন্ম তার হাত দিয়ে। তিনি ছিলেন প্রকৃতঅর্থে একজন লিটল ম্যাগাজিন স্মপাদক।  তিনি অনেক লেখকের বই প্রকাশ করেছেন নিজের প্রকাশনী থেকে, বিশেষ করে বগুড়ার ষাট দশকের কবিদের বই তার হাত দিয়েই প্রকাশনা শুরু হয়।  মৃত্যুর পরও ১৫ বছর ধরে বগুড়া লেখক চক্র তাঁকে স্মরণ করে একটি মহৎ কাজ করে যাচ্ছে।  তরুণদের পাঠের মাধ্যমেই আন্ওয়ার আহমদ বেঁচে থাকবেন।  কেননা তিনি ছিলেন চিরতরুণ। উল্লেখ্য, কবি সাংবাদিক সম্পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম্বর ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।