উপজেলা নির্বাচন করছেন না হেনা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৩ বার।

বগুড়া সদর উপজেলার সদ্য বিদায়ী চেয়ারম্যান আলী আসগর তালুকদার হেনা উপজেলা নির্বাচনে অংশ নিবে না বলে জানিয়েছেন। শনিবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি  নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিউজ লেখার সময়  ঐ পোস্টটিতে ১০৭ জন কমেন্টস এবং  ১৬জন শেয়ার করেছেন। তার দেয়া  পোস্টটি পুণ্ড্রকথার পাঠকদের জন্য হুবুহু তুলে ধরে হলোঃ

''৷ বিসমিল্লাহির রহমানির রহিম।। 
আসসালামু আলাইকুম, কিছু কথা পরিস্কার করে বলা দরকার।। 
এখন প্রতিদিন অসংখ্য লোকজন প্রশ্ন করে আমি আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবো কি না?
আপনারা সবাই জানেন আমি একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী,বি,এন,পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,বগুড়া জেলা বি এন পির সহ-সভাপতি।।
গত ৩০শে ডিসেম্বর ২০১৮জাতীয় সংসদ নির্বাচনে নজির বিহীন কারচুপি ও জালিয়াতির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা দখল করে আছে।
যে নির্বাচন দেশবাসী, বি,এন,পি এবং আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নেয়নি,সেই কারণে বি,এন,পি দলীয় ভাবে এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধিনে আর কোন নির্বাচনে অংশগ্রহণ করবেনা।। 
আমি কোনো প্রলোভনে পা দিতে চাই না,দলীয় সিন্ধান্তকে সর্বোচ্চ সন্মান জানিয়ে আমিও নির্বাচনে অংশগ্রহণ করবোনা ইনশাআল্লাহ।। 
দলের এই দুর্দিনে নিবেদিত ভাবে দলের জন্য কাজ করে যেতে চাই।আমার জন্য আপনারা দোয়া করবেন।।
গত ১০ বছর সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ অশেষ অশেষ কৃতজ্ঞতা।। ''