মেয়র বকুলের সংবাদ সম্মেলন

তালোড়ায় মন্দির কমিটির সভাপতিকে মারপিটের অভিযোগ অস্বীকার

মঈন খান, দুপচাঁচিয়া প্রতিনিধিঃ
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮২ বার।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় তালোড়ার সাবলা মন্দির কমিটির সভাপতি রতন চন্দ্র দাসকে মারপিটের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল। সোমবার তালোড়া পৌরসভায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এর আগে গত শনিবার রাতে রতন চন্দ্র দাস ওই মারপিটের ঘটনায় পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুলসহ ৪জনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।  
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র আমিরুল ইসলাম বকুল বলেন, উপজেলার তালোড়া পৌর এলাকার সাবলা মন্দির কমিটির সভাপতি রতন চন্দ্র দাসকে মারপিট করার যে খবর সোমবার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সত্য নয়, মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে রতন চন্দ্র দাসকে কোনো মারপিট করা হয়নি। পৌর এলাকার ৪নং ওয়ার্ডের লাফাপাড়া মহল্লার মোহাম্মদ আলীর স্ত্রী নূরজাহান বেগম একই মহল্লার মৃত ফটিক চন্দ্র দাসের ছেলে রতন চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস ও মেয়ে অলকা রানীকে বিবাদী করে তালোড়া মৌজার ৪০১৩দাগের জায়গা জবর দখলের অভিযোগে করে। এ বিষয়ে মিমাংসা করার জন্য উভয় পক্ষকে গত ০৯/০২/২০১৯ইং তারিখে নোটিশ দিয়ে পৌর কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়। গত ১৬ফেব্রুয়ারি রোজ শনিবার পৌর কার্যালয়ে এ বিষয়ে আলোচনার এক পর্যায়ে বিবাদী রতন চন্দ্র দাস উত্তেজিত হয়। একপর্যায়ে তাকে(মেয়রকে) মারতে গেলে সে টেবিলের ওপর পড়ে যায়। সে একজন নেশাগ্রস্থ ব্যক্তি। ইতিপূর্বে সে মাদকদ্রব সহ ধরা পড়েছে। তাছাড়া ৪০১৩দাগের জায়গাটি কোনো মন্দির সংশ্লিষ্ট নয়। মন্দিরের বিষয়ে উক্ত সময় কোনো আলোচনাও হয়নি।
তিনি আরো বলেন, গত রোববার বগুড়া জেলা আওয়ামীলীগের মমতাজ উদ্দিনের জানাজায় উপস্থিত থাকার কারণে তার পক্ষে মোবাইলের কল রিসিভ করা সম্ভব হয়নি। একটি কুচক্রীমহল বিভিন্ন পত্রিকার সাংবাদিককে ভুল তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করে ধর্মীয় ও সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছেন। তিনি পত্রিকায় এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের জন্য নিন্দা প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তালোড়া পৌর আ’লীগের সহসভাপতি রেজাউল করিম নান্নু, সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল নয়ন, যুগ্ম সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ খোকন হাসান তরফদার, পৌর কাউন্সিলর শরিফুল আলম স্বাধীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান এবং সাবেক ইউপি সদস্য সোহেল হক খন্দকার।