দুদকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার শিবগঞ্জে নাগর নদের তলা অবৈধভাবে খুঁড়ে মাটি উত্তোলন করায় ৩ ব্যক্তির কারাদণ্ড

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৪ বার।

বগুড়ার শিবগঞ্জে নাগর নদের তলা অবৈধভাবে খুঁড়ে মাটি উত্তোলন করে অনুমতি ছাড়াই তৈরি করা ইট ভাটায় সরবাহ করার দায়ে ২ ব্যক্তিকে ৬ মাসের কারাদ- এবং অপর এক ব্যক্তিকে ১ বছরের কারাদ- দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার উপজেলার জাহাঙ্গীরাবাদ নয়াপাড়া এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালান।
দ-িতরা হলো-শিবগঞ্জ উপজেলার উথলি গ্রামের বিকাশ চন্দ্র মোদকের ছেলে বিজয় কুমার (৪২), একই উপজেলার কিচক এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আনিসুর রহমান (২৯) এবং হুদাবালা গ্রামের আসাদ হোসেনের ছেলে তাজেল (২৬)। দণ্ডিতদের মধ্যে বিজয় কুমারকে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বাকি দু’জনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাব ইন্সপ্টের ইফতেখারুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লংঘনের দায়ে তাদের দ-িত করা হয়েছে। দণ্ডিতরা প্রত্যেকেই কারাবরণ করায় তাদেরকে অর্থদণ্ড পরিশোধ করতে হয়নি। তিনি জানান, অভিযানকালে নাগর নদ থেকে বালু তোলার ৫টি মেশিন ধ্বংস করা হয়েছে এবং দু’টি মামলাও করা হয়েছে। সাব ইন্সপেক্টর ইফতেখারুল ইসলাম বলেন, দ-িতরা নাগর নদ থেকে অবৈধভাবে মাটি তুলে  বেআইনীভাবে নির্মিত ইটভাটায় সরবরাহ করতো।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর জানান, দুদকের মহাপরিচালক ও এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে ওই আদালত পরিচালনা করা হয়। তিনি জানান, অভিযানে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান মাহাম্মাদ মুনীর চৌধুরী ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে বলেন, ‘পরিবেশ বিধ্বংসী অপরাধ থেকে যারা অবৈধ অর্থ উপার্জন করছে, তাদের স¤পদের হিসাব বের করে দুদক শীঘ্রই আইনী ব্যবস্থা নেবে।’