বগুড়ার আদালতে নেতার পক্ষে আসামী সাজতে গিয়ে ধরা খেল স্বেচ্ছাসেবক লীগ কর্মী

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৫ বার।

মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান মন্টি।আদালতে তার হাজিরা ছিল। কিন্তু তিনি আদালতে না গেলেও তারই কর্মী রিফাত ‘শেখ  মশিউর রহমান মন্টি’ সেজে হাজিরা দিতে গিয়ে ধরা পড়েছে। পরে বিচারকের নির্দেশে  রিফাত শেখকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতে। ওই আদালতের বিচারক বেগম ইশরাত জাহান ভুয়া আসামী সাজায় রিফাত শেখের বিরুদ্ধে জালিয়াতির মামলা করার জন্য বেঞ্চ সহকারী আব্দুল খালেককে নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আদালত সূত্র জানায়, প্রায় সাড়ে ৫ বছর আগে ২০১৩ সালের ১৬ আগস্ট শহরের কৈগাড়ি এলাকায় এক সেলুন মালিককে মারধর এবং সেলুন ভাংচুর ছাড়াও ককটেল বিস্ফোরণ করা হয়। ওই ঘটনায় সেলুন মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগের বগুড়া শহর (উত্তর) শাখার সভাপতি  মশিউর রহমান মন্টিসহ কয়েকজন আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।তদন্ত শেষে পুলিশ মন্টিসহ আরও ৪ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। ওই আদালতের বেঞ্চ সহকারি আব্দুল খালেক জানান, মঙ্গলবার ওই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষ্য প্রদানের জন্য পুলিশের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং সাজ্জাদ হোসেন অপর এক সাক্ষী আদালতে হাজির ছিলেন। তবে হাজির হওয়া আসামীদেরমধ্যে মন্টি পরিচয় দেওয়া একজনকে দেখে আদালতের সন্দেহ হয়। পরে আদালতের নির্দেশে বিষয়টি যাচাই করতে গিয়ে ভুয়া আসামীর হাজিরার বিষয়টি ধরা পড়ে।