উপজেলা নির্বাচন

বগুড়ায় চেয়ারম্যান পদে বিএনপির ৪ নেতা এবং আ’লীগের এক বিদ্রোহীসহ ১১জনের মনোনয়ন বাতিল

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

বগুড়ায় উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে বিএনপির ৪ নেতা, আওয়ামী লীগের এক বিদ্রোহী, ইসলামী ঐক্যজোট নেতা, জাতীয় পার্টি সমর্থক এবং স্বতন্ত্রসহ ১১ প্রার্থীর মনোনয়ন বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। বুধবার যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়।
বিএনপির যেসব নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সেগুলো হলো: শেরপুরে জানে আলম খোকা, সোনাতলায় জিয়াউল হক লিপ্পন, গাবতলীতে এহসানুল বাশার ও সারিয়াকান্দিতে ওই দলের সাবেক নেতা অ্যাডভোকে নূরে আযম বাবু।
দুপচাঁচিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সামাদ, একই উপজেলায় ইসলামী ঐক্যাজোটের আব্দুল হাই, ধুনটে জাপা সমর্থক পাভেল আহম্মেদ ও সারিয়াকান্দিতে জামায়াত নেতা প্রভাষক নজরুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল হয়ে গেছে। এর বাইরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সারিয়াকান্দিতে টিপু সুলতান, মিনহাজ উদ্দিন, ও নুরুল ইসলাম খান হিরো।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম জানিয়েছেন, যাদের প্রার্থীতা বাতিল হয়ে গেছে তারা আগামী তিনদিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করার সুযোগ পাবেন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি শুনানী অনুষ্ঠিত হবে।