বগুড়ায় শুরু হলো অমর একুশে বইমেলা

অসীম কুমার কৌশিক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪১ বার।

বগুড়ায় নানা আয়োজনে শুরু হয়েছে একুশে বই মেলা। বুধবার বিকালে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনজুড়ে ৯দিনের একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।


বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মান্নান বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ তিনি গ্রহণ করে বলেন, 'যত দ্রুত সম্ভব বগুড়ার শহীদ মিনার নতুন করে নির্মাণ করা হবে।  চেষ্টা চলছে আগের আদলে শহীদ মিনারটি নির্মাণ করার।  আগামী জাতীয় শহীদ দিবসে বগুড়ার সাংস্কৃতিক কর্মী সহ সাধারণ মানুষ নতুন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবে। বইমেলার পরিসর আরো বাড়াতে হবে। কারণ বইমেলায় আগের থেকে প্রকাশনী, লেখক, পাঠকের ভিড় বেড়েছে।  সেই কারণে আরো নতুন করে সাজানোর কথা বলা হয়েছে।'

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ।  দপ্তর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।  ৯ দিন ব্যাপী একুশে বইমেলায় বগুড়া শহীদ খোকন পার্ক শহীদ মিনারকে কেন্দ্র করে ৬৫ টি বইয়ের স্টল বসছে।  প্রতিদিন থাকছে জোটভুক্ত সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।  বইমেলায় জেলার দুই প্রবীন সংস্কৃতিকজনকে সম্মাননা প্রদান করা হবে। বগুড়ার নাটকে অবদান রাখায় এবার নাট্যজন শ্যামল ভট্টাচার্য্য সংবর্ধিত হবেন। এছাড়া বইমেলার শেষ দিনে সঙ্গীত প্রশিক্ষক হিসেবে মরহুম নূরুল মোহসিন ছটিকে মরনোত্তর পদক প্রদান করা হবে।  বইমেলায় প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন এর আয়োজনে থাকছে। 
 
প্রথম দিনে বগুড়ার লেখক অনন্য রফিক এর গল্প গ্রন্থ অনন্য সাহিত্য সমগ্রের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।  এছাড়া নতুন বই এসেছে কবি ও লেখক সারমীন সীমার নৈঃশব্দের জোছনা।  বগুড়ার লেখকদের আরো কিছু নতুন বই আজ বৃহস্পতিবার বইমেলায় প্রকাশ পাবে। 

আব্দুর রাজ্জাক, মীমসহ জেলার বাউল শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এ্যাড: মনতেজার রহমান মন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সহ সভাপতি মতিয়ার হমান, গৌতম কুমার দাস, আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহি সদস্য আসাদুর রহমান খোকন, শিরীন সুলতানা, আব্দুল আউয়াল, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া আনন্দকণ্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, কবি জয়ন্ত দেব, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, নজরুল পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক হাকীম আব্দুল মজিদসহ অন্যান্য সাংস্কৃতিক নেতৃবৃন্দ। 

বিডিক্লিন বগুড়ার সদস্যরা মেলা প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করছে। বিডি ক্লিন সদস্যরা প্রতিদিন বইমেলায় পরিচ্ছন্ন রাখার বিষয়ে কজ করবেন।