বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অমর একুশে পালন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৮ বার।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার কলেজ প্রশাসনের উদ্যোগে সকাল ৭টায় প্রভাত ফেরি র‌্যালি বের করা হয়।  প্রভাত ফেরি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।  সেখানে র‍্যালী শেষে কলেজের সকল বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  পরে কলেজের মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী।  আরও বক্তব্য রাখেন, প্রফেসর ইউসুফ আলী মিঞা, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রফিকুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মাহতাব হোসেন, রসায়ন বিভাগের ফারুক আহম্মেদ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোস্তফা কামাল সরকার , মার্কেটিং বিভাগের প্রভাষক ইব্রাহিম হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এ এম মোজাম্মেল হোসাইন বুলবুল এবং সাধারণ সম্পাদক আব্দুর রউফ।  আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী।