বগুড়ায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

বগুড়ায় শিশু ও ইয়ূথ ফোরামের আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার শহরের আকাশতারায় ওয়ার্ল্ড ভিশন অফিস প্রাঙ্গণে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়ার সাবেক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও বর্তমানে পঞ্চগর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ শ্যাম সুন্দর রায়। চিত্রাংকন প্রতিযোগিতা পরবর্তী মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বগুড়া এডিপির ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ডের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশু অধিকার প্রতিষ্ঠায় ও নেতৃত্ব বিকাশে বগুড়ায় সফলভাবে নানা কর্মকান্ড পরিচালনা করার জন্য বগুড়া শিশু ও ইয়ূথ ফোরামের নেতৃবৃন্দদের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন আগামীর সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিবে আমাদের এই শিশুরা। তাদের প্রকৃত মানুষরুপে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। শিশু অধিকার প্রতিষ্ঠা যেমন জরুরী তেমনি একটি শিশুকে সমাজের সকল পরিস্থিতিতে চলার শিক্ষা প্রদান করাটাও প্রয়োজন। তাই তিনি পারিবারিকভাবে আরও সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহবান জানান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান (আইজিপি পদকপ্রাপ্ত), বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি জি এম সজল এবং ইয়ূথ ফোরামের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ। বগুড়া কেন্দ্রীয় ইয়ূথ ফোরামের সভাপতি সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় অনুুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া এডিপির স্পনসরশীপ প্রকল্পের ম্যানেজার রোজিনা আক্তার ও অর্থনৈতিক প্রকল্পের ম্যানেজার ইভান্স গমেজ সহ শিশু ও ইয়ূথ ফোরামের নেতৃবৃন্দ।