ডাকসুতে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল ঘোষণা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

বর্তমান প্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে ছাত্রলীগের একটি গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে। সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই প্যানেল ঘোষণা করা হয়।

বিদ্রোহী প্যানেলে ভিপি প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সোহান খান, জিএস প্রার্থী ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম বুলবুল এবং এজিএস পদে ছাত্রলীগ নেতা মো. রনি। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মামুন।

জিএস প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল বলেন, “যারা গত নয় মাসের মধ্যে ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি তারা ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের কী দেবে।”

তিনি আরও বলেন, “আমাদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ছাত্রদলকে ফুল দিয়ে মধুতে স্বাগত জানায়। আমাদের প্রশ্ন যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তাদের ফুল দিয়ে কীভাবে তিনি নিজেকে মুজিব আদর্শের সৈনিক দাবি করতে পারেন।”

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রার্থী আল মামুন বলেন, “ছাত্রলীগের প্যানেলে যোগ্যদের মূল্যায়ন হয়নি। তাই আমরা মনে করছি আমাদেরও নির্বাচনের অধিকার রয়েছে। আমরাও নির্বাচন করবো।”

এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের এই প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। নির্বাচন উপলক্ষে গঠিত কমিটির চেয়ারম্যান ও ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।