নিরাপদ সড়কের দাবিতে শেরপুরেও শিক্ষার্থীদের মানববন্ধন

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ০২ অগাস্ট ২০১৮ ১৫:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

বগুড়ার শেরপুরে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় বাসষ্ট্যান্ডে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে নিরাপদ সড়কসহ ১৬দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করার আহবান জানিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিও পালন করে তারা। কর্মসূচীতে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, শেরপুর ডিজে মডেল হাইস্কুল ও টাউন কলোনি এজে উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল শিক্ষার্থীরা ছিল।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলে, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এবার বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এভাবে চলতে পারে না। তারা লাইসেন্সবিহীন চালকের যান চালানো বন্ধসহ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহবান জানায়। শেরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীদের কর্মসূচী পালিত হয়েছে।