দুপচাঁচিয়ার মাসিন্দায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মঈন খান, দুপচাঁচিয়া, প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

বগুড়ার দুপচাঁচিয়া মাসিন্দা গ্রামে ডাকাহার-মাসিন্দা ও বেলভূজা গ্রামের যুবসমাজের উদ্যোগে ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়ার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই চক্ষু শিবির উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাছুমা আক্তার রাংগা।

এসময় উপস্থিত ছিলেন ডাকাহার বালিকা দাখিল মাদ্রাসার সুপার নজরুর ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক বেলাল হোসেন, রফিকুল ইসলাম, চক্ষুশিবিরের টিম লিডার সেলিম পাটোয়ারী, চিকিৎসক রায়হান রাব্বী, চিকিৎসকের সহকারী বিউটি বেগম, শামীমা আক্তার, সাবিনা ইয়াছমিন, খালেদা আক্তার নাইচ, অঞ্জু বিশ্বাস, লাবনী, সুমাইয়া আক্তার, শাম্মী আক্তার এবং রওশন আরা।

উদ্বোধনী ওই চক্ষু শিবিরে এলাকার প্রায় দুই শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও এদিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাছুমা আক্তার রাংগা ডাকাহার বালিকা দাখিল মাদ্রাসার মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার পোশাক বিতরণ করেন।