রাজশাহী অঞ্চলে পঞ্চম বগুড়ার সৈয়দ আহম্মেদ কলেজ

জাতীয় পর্যায়ে সরকারি আজিজুল হক কলেজ তৃতীয়

অরূপ রতন শীল
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩২৩ বার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে সারা দেশের মধ্যে  তৃতীয় স্থান অর্জন করেছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ । সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৭ সালের কলেজ র‍্যাংকিংয়ের ওই ফলাফল প্রকাশ করে। জাতীয় পর্যায়ে ৭২ দশমিক ৯৬ পেয়ে সেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ ৬৬ দশমিক ১৫ পেয়ে দ্বিতীয় এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ৬৬ দশমিক ১১ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে। তবে রাজশাহী অঞ্চলের মধ্যে  সরকারি আজিজুল হক কলেজ দ্বিতীয় স্থান অর্জন করেছে। 

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজর স্থান দখন করেছে ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ এবং বেসরকারি ক্যাটাগরিতে সেরা কলেজের মর্যাদা পেয়েছে ঢাকা কমার্স কলেজ।

বিজ্ঞপ্তিতে আলাদাভাবে  বিভিন্ন অঞ্চলের কলেজের র‍্যাংকিংও প্রকাশ করা হয়েছে। এতে রাজশাহী অঞ্চলের সেরা দশ কলেজের মধ্যে বগুড়ার সৈয়দ আহম্মেদ কলেজ ৫ম স্থান অর্জন করেছে। 

জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন প্রসঙ্গে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বলেন, ‘এই ফলাফলে আমরা অনেক খুশী। আমাদের নিরলস পরিশ্রম কাজে লেগেছে। সেই সাথে আগামীতে ১ম স্থান অর্জনে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করি।‘