শপিংমলে চিতাবাঘ!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

বনজঙ্গল ছেড়ে সাতসকালে একটি নামি শপিংমলে হাজির আস্ত একটি চিতাবাঘ। শপিংমলটির এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে চিতাবাঘটি। শুনে ভিড়মি খাওয়ার জোগাড় হলেও ঠিক এমনটাই ঘটেছে ভারতের মহারাষ্ট্রের থানের একটি শপিং মলে।

এনডিটিভি জানায়, ওই চিতাবাঘটিকে সকালে থানে জেলার শপিং মল এবং একটি হোটেলের বেজমেন্ট পায়চারি করতে দেখা যায়। এ ঘটনায় শপিং মল ও্ আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। শপিংমলের সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্ধকার করিডরে দৌড়ে বেড়াচ্ছে চিতাবাঘটি। 

জানা যায়, চিতাবাঘটিকে  প্রথমে কোরাম মলের পার্কিং এলাকায় দেখতে পান পথচারীরা। পরে পথচরারীরা স্থানীয় পুলিশ ও বনকর্মীদের ঘটনাটি জানান। খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে হাজির হন। তবে তারা হাজির হওয়ার আগেই মলের প্রাচির ডিঙ্গিয়ে পালিয়ে যায় চিতাবাঘটি।

এদিকে বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা চিতাবাঘটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।