তবে চুক্তি হলো না...

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোনও ধরনের চুক্তি ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের বৈঠক।

ভিয়েতনামের হ্যানয়ের পাঁচ তারকা হোটেল 'মেট্রোপোলে' বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ বৈঠকটি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে সেখানে বহুল প্রতিক্ষীত পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে কাজের কাজ কিছুই হয়নি। 

দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, দুই পক্ষের মধ্যে খুব গঠনমূলক আলোচনা হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ ও অর্থনৈতিক ব্যাপারে কথা হয়েছ। তবে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোনও চুক্তি হয়নি।

এবারের বৈঠকে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছিল।

ট্রাম্প এই সম্মেলন থেকে বড় ধরনের কিছু প্রত্যাশা না করার কথা ব্যক্ত করে সাংবাদিকদের বলেছিলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ চুক্তির ব্যাপারে তার কোন তাড়া নেই।

গত বছর সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকের এ বিষয়সহ  অন্যান্য ইস্যুতে খুব সামান্যই অগ্রগতি হয়েছে।

২০১৮ সালের ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে প্রথমবারের মতো বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। সেই বৈঠক ছিল উত্তর কোরিয়ার একজন নেতার সঙ্গে ক্ষমতাসীন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম বৈঠক। সেখানে দীর্ঘদিনের বৈরী দু'দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করে।

ওই বৈঠকের পর উত্তর কোরিয়া কোনো পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি। আটক থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও মুক্তি দেয় তারা। আর যুক্তরাষ্ট্রও ওই বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় ধরনের কোনো মহড়া চালায়নি।