‘সারা বগুড়া-৮৮’ এর উদ্যোগে ৫০ দুঃস্থ পরিবার পেল ঈদ উপহার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ মে ২০২১ ১৩:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৯ বার।

১৯৮৮ সালে বগুড়ার স্কুলগুলো থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংগঠন ‘সারা বগুড়া-৮৮’ এর পক্ষ থেকে ৫০ দুঃস্থ পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় শহরের সুত্রাপুরে হোটেল ম্যাক্স মোটেলের সামনে ঈদ উপহার তুলে দেয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, ডাল, সয়াবিন তেল, গুড়া দুধ, লবণ, লাচ্ছা সেমাই, চিনি, আলু, পেঁয়াজ ও  ডিম। এছাড়া স্বাস্থ্য সুরক্ষায় তাদেরকে একটি করে সাবান ও ফেস মাস্কও দেওয়া হয়।

 

‘সারা বগুড়া '৮৮’  এর পক্ষ থেকে উপহার সামগ্রীগুলো বিতরণ করেন সংগঠনের আহবায়ক হাসানুর মঞ্জুর দোদুল, যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌস লুবনা, রুমানা নাজনীন রুলী, সাজেদুল ইসলাম, সদস্য শাজাহান ফিরোজ বাবু, কামরুল হাসান সোহেল, মাহমুদুল হাসান ও আহমেদ মনজুরে মওলা।

এর আগে সংগঠটির পক্ষ থেকে ১৫ বন্ধুকে আর্থিক সহায়তা এবং করোনা আক্রান্ত দুই বন্ধুর পরিবারে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।