শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ফিরোজা খাতুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০১৯ ১৪:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

শারিরীক ও পারিবারিক সমস্যার কারণ উল্লেখ করে বগুড়ার শেরপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. ফিরোজা খাতুন।  শনিবার দুপুরে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন তিনি। লিখিত বক্তৃতায় স্বতন্ত্র প্রার্থী মোছা. ফিরোজা খাতুন বলেন, আগামি ১৮মার্চ অনুষ্ঠিতব্য পঞ্চমদফা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বেও তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ফুটবল প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন তিনি। কিন্তু শারিরীক ও পারিবারিক সমস্যার কারণে এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরার পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দেন তিনি। উল্লেখ্য: এই উপজেলা নির্বাচনে ইতিমধ্যে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মজিবর রহমান মজনু, ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আ.লীগ নেতা আলহাজ¦ শাহজামাল সিরাজী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফিরোজা খাতুন সংবাদ সম্মেলন করে নির্বাচন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় একক প্রার্থী হিসেবে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোছা. খাদিজা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন।