সোমবারও অভিযান চলবে

বগুড়ায় রেলওয়ের অভিযান: বাণিজ্যিক প্লটের সামনের ৯০ স্থাপনা উচ্ছেদ

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯ ১২:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৬ বার।

বগুড়ায় রেলওয়ে স্টেশনের বিপরীতে তাদের বাণিজ্যিক প্লটের সামনে থেকে কামারগাড়ি অংশে দখলদারদের রোববার উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডলের নেতৃত্বে রোববার ৯০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন উচ্ছেদ অভিযান সোমবারও অব্যাহত থাকবে।

রেলওয়ে সূত্র জানায়, বগুড়া রেলওয়ে স্টেশনের সামনে ১ লাখ ৯৫ হাজার বর্গফুট জায়গা দুই বছর আগে রেলওয়ে শ্রমিক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠনকে অস্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয়। ওই সংগঠনটি পরে জায়গাটি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি নামে অপর একটি সংগঠনকে ইজারা দেয়। তারা সেখানে সহশ্রাধিক দোকান নির্মাণ করে। 
পরবর্তীতে ওই স্থান সংলগ্ন স্টেশন রোডের দক্ষিণে এবং নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের পেছনে ৩৩৬টি বাণিজ্যিক প্লট (দোকান) নির্মাণের জন্য ২০১৮ সালের ফেব্রুয়ারিতে টে-ারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে লাইসেন্স প্রদান করা হয়। এরই মধ্যে ওইসব জায়গায় দোকান নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। 
জানা গেছে, রেলওয়ে শ্রমিক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের নামে বরাদ্দ নেওয়া জায়গার সামনে স্টেশন রোড সংলগ্ন বেশ কিছু দোকান-পাট থাকায় ইজারা গৃহিতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেগুলোকে উচ্ছেদ করার জন্য অনুরোধ জানানো হয়। একই দাবি আসে ওই স্থানের পাশে বাণিজ্যিক প্লটের লাইসেন্স গ্রহণকারীদের পক্ষ থেকেও। মূলত তাদের অনুরোধের প্রেক্ষিতেই রেলওয়ের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
বগুড়ায় রেলওয়র ভূমি অফিসের কানুনগো গোলাব নবী জানান, উচ্ছেদ অভিযানে রেলওয়ের প্রধান ভূ সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান এবং বিভাগীয় স্টেট অফিসার রেজোয়ানুল হক অংশ গ্রহণ করেন। সোমবার দ্বিতীয় দিনের মত অভিযান চলবে জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য অবৈধ দখলও উচ্ছেদ করা হবে।’