আলোচক কোলকাতার নাট্যগবেষক ও সমালোচক আশিস গোস্বামী

বগুড়া থিয়েটারের আয়োজনে মুক্ত সাংস্কৃতিক বৈঠক মঙ্গলবার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৪ মার্চ ২০১৯ ১৪:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭০ বার।

ভিন্নধর্মী মুক্ত সাংস্কৃতিক বৈঠকের আয়োজন করেছে বগুড়া থিয়েটার। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শহরের মফিজ পাগলার মোড়ে  ম্যাক্স মোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।  বৈঠকে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কোলকাতার প্রখ্যাত নাট্যগবেষক বিদগ্ধ সমালোচক আশিস গোস্বামী। 


বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বাংলাদেশ গ্রাম থিয়েটার বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না জানান, এই বৈঠকে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে আমরা খুঁজে পেতে চাই নতুন কোন আলোর পথ। যার মাধ্যমে দুই বাংলার  সাংস্কৃতিক বলয় আরও বেগবান হবে। তিনি  আরও জানান, সাংস্কৃতিক বৈঠকটি সবার জন্য উন্মুক্ত থাকবে।