আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতমাথায় মানব-বন্ধন অনুষ্ঠিত

বগুড়ায় নারী উন্নয়ন মেলার ঘোষণা- মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৬ মার্চ ২০১৯ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ স্লোগানে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের সাতমাথায় ওই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় দিবসটি উপলক্ষ্যে এই সপ্তাহেই সকল জেলার ন্যায় বগুড়াতেও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম।  


বগুড়া জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশের সহযোগিতায় মানব-বন্ধনে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী, বগুড়া এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার ইভান্স গমেজ সহ জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

 

বগুড়া জেলা পুলিশের পক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, জাতীয় মহিলা সংস্থা বগুড়া জেলা শাখা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বগুড়া জেলা মহিলা আইনজীবী পরিষদ, এডাব, টিএমএসএস, লাইট হাউস, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (এনজিডিও), জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থা এবং গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পসহ জেলার বিভিন্ন এনজিও ও নারী সংগঠনের পক্ষে শতাধিক নারী নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা মানব-বন্ধনে অংশগ্রহণ করেন। 

 

পরবর্তীতে সহকারি পুলিশ সুপার হেলেনা আক্তারের নেতৃত্বে বগুড়া জেলা পুলিশের বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়াক এর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো এক দৃষ্টিনন্দন র‌্যালির মাধ্যমে প্রদক্ষিন করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মানব-বন্ধনের মাধ্যমে উপস্থিত সকলে নারী-পুরুষের বৈষম্যহীনতা, নারী নির্যাতন বন্ধ, সমাজের প্রতিটি স্থানে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিতকরণ ও বাল্যবিবাহমুক্ত একটি সমাজ গঠনের আহবান জানান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।