উপজেলা পরিষদ নির্বাচন

আদমদীঘিতে ৫৮ কেন্দ্রের ৪৪১ বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০১৯ ১৪:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৫ বার।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে এবার আদমদীঘি উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্রের ৪৪১টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের জন্য কেন্দ্র গুলোতে দায়িত্ব পালনের লক্ষ্যে ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার নিয়োগ সম্পন্ন করা হয়েছে।


আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন জানান, আসন্ন ১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আদমদীঘি উপজেলায় ভোট গ্রহনের জন্য ৫৮টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। যার বুথের সংখ্যা রয়েছে ৪৪১টি। সুষ্ট ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ইতিমধ্যেই ৫৮টি ভোট কেন্দ্রের ৪৪১টি বুথের জন্য ৫৮জন প্রিজাইডিং অফিসার, ৪৪১জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৮৮২জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ৫৮টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯টি ভোট কেন্দ্র অধিক ঝুঁিকপূর্ন বলে চিহিৃত করা হয়েছে। এই উপজেলায় একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ১লাখ ৫৬ হাজার ১৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৬৯০ জন ও নারী ভোটার ৭৮হাজার ৪৬৫ জন। পুরুষ ভোটারের চেয়ে ১ হাজার ২২৫ জন নারী ভোটার বেশি রয়েছে।