বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২ জুয়াড়ির জেল-জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ মার্চ ২০১৯ ১৪:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৮ বার।

বগুড়ার দুপচাঁচিয়ায়  ১২ জুয়াড়ির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ আদেশ দেন। এতে র‍্যাব-১২ বগুড়ার সদস্যরা সহযোগিতা করেন।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ার দুপচাচিয়া থানার জবকারা নামক স্থানে নিয়মিত জুয়া খেলার আসর বসে এবং জুয়া খেলায় অংশগ্রহণ করে সাধারণ জনগণ সর্বস্ব হারাচ্ছে এমন খবর পেলে তারা ওই অভিযান চালায়। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু  মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করেন। ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে ৪৫ দিনের এবং বাকী ৯জনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডসহ প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।  গ্রেফতারকৃতদের বগুড়া জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।