বগুড়ায় আইজিপি ড.জাবেদ পাটোয়ারী

মাদক ও জঙ্গিবাদ থেকে রক্ষা পেতে সকলকে এগিয়ে আসতে হবে

প্রকাশ: ১২ মার্চ ২০১৯ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

মাদক ও জঙ্গীবাদকে উন্নয়নের বাধা হিসেবে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।মঙ্গলবার বগুড়ায় পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় অন্তর্ভূক্ত করতে হলে বাংলাদেশকে মাদক ও জঙ্গীবাদ মুক্ত করতে হবে। কারণ এগুলো উন্নয়নের প্রধান বাধা। এথেকে রক্ষা পেতে হলে দেশের সকল শ্রেণির নাগরিককে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশের একার পক্ষে মাদক ও জঙ্গীবাদ দূর করা সম্ভব নয়।’ 

মাদক ও জঙ্গীবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারি বলেন, ‘পুলিশ এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। ২০১৩-১৪ সালে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করতে গিয়ে পুলিশের ২১ সদস্য প্রাণ হারিয়েছে। পঙ্গু হয়েছে প্রায় দেড়শ পুলিশ সদস্য। তথাপিও দমে যায়নি পুলিশ।’ ২০১৬ সালে জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছিল জানিয়ে  ড. জাবেদ পাটোয়ার বলেন, ‘তখনও কঠোর হস্তে জঙ্গীদের দমন করা হয়েছে।এখনও মাঝে মাঝে বিছিন্নভাবে জঙ্গিরা ধরা পড়ছে। তাদেরকেও নির্মূল করা হবে।’

মাদকের বিরুদ্ধে যুদ্ধে নাগরিকদের কাছ থেকে পুলিশকে সহায়তা প্রদানের আহবান জানিয়ে আইজিপি ড. জাবেদ পাটোয়ারি বলেন, মাদক যে পাড়া মহল্লায় আছে সেই পাড়া মহল্লায় বসবাসকারীদের মাদকমুক্ত করতে পুলিশকে সহায়তা করতে হবে। এক্ষেত্রে তিনি কোন মহল্লায় আগুন লাগলে তা থেকে মসজিদ ও মন্দির রক্ষা না পাওয়ার উদাহরণ টেনে বলেন, ‘মাদকাসক্ত বা মাদক বিক্রেতা যে এলাকায় আছে, সে এলাকার কেউ নিরাপদ নন। এর ছোবল সবাইকে ধ্বংস করবে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে স্থানীয় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যানের‌ মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান, আইজিপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ কেন্দ্রের (পুনাক) সভাপতি হাবিবা জাভেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, র‌্যাব-১৩ এর পরিচালক মোজাম্মেল হক ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।