মসজিদে হামলার ৩৭ পৃষ্ঠার ঘোষণাপত্র

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০১৯ ০৬:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৮ বার।

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুক হামলায় অন্তত বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে স্ট্রিকল্যান্ড স্ট্রিটে গাড়িবোমা হামলা চালানো হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম নিউ জিল্যান্ড হেরাল্ড জানায়।

স্থানীয় সময় দুপুরে জুমার নামাজে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউড মসজিদ দুজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে।

হামলাকারীদের একজন অস্ট্রেলীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। হামলার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক বন্দুকধারী ৩৭ পৃষ্ঠার একটি লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে তাদের হামলার উদ্দেশ্য জানায়। এ সময় তাকে বলতে শোনা যায়, এটি সন্ত্রাসী হামলা।

এদিকে ক্রাইস্টচার্চ হাসপাতালের বাইরে তৃতীয় আরেকজন হামলাকারীকে দেখা গেছে।

এসব হামলায় কমপক্ষে নয়জন থেকে ২৭ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ক্রাইস্টচার্চের কেন্দ্রীয় এলাকায় সবাইকে ঘরে থাকতে বলেছে পুলিশ। কারও মধ্যে অস্বাভাবিক আচরণ বা সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে জানাতে বলা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে, ক্রাইস্টচার্চের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী লিনউডের মসজিদেও সশস্ত্র পুলিশ অবস্থান নিয়েছে।

হামলার সময় ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদে ২০০ মানুষ ছিল।

জরুরি কারণ ছাড়া ক্রাইস্টচার্চ হাসপাতালে যেতে নিষেধ করেছে পুলিশ। বিকেল পর্যন্ত সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। হাসপাতালের কোনো স্টাফ ও রোগী ভবনে প্রবেশ এবং সেখান থেকে বের হতে পারবে না।