নিউ জিল্যান্ডে মসজিদে গুলির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০১৯ ০৭:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

নিউ জিল্যান্ডে মসজিদে গুলি বর্ষণের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শোক ও নিন্দা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী অফিসের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।   

 

শুক্রবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল সেদেশে অবস্থারকারী বাংলাদেশ ক্রিটেট টিমের। হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। অনুশীলন শেষ করে ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান বাংলাদেশের খেলোয়াড়রা। মসজিদে খেলোড়দের প্রবেশের মূর্হুতে স্থানীয় এক নারী তাদের ভেতরে ঢুকতে নিষেধ করেন। মসজিদে সন্ত্রাসী হামলার কথা জানান তিনি। ফলে আতঙ্কিত হয়ে আবারো স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে মসজিদে হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।