সারিয়াকান্দিতে শত্রুতার আগুনে কৃষকের ৫ গরুর মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: ১৯ মার্চ ২০১৯ ১৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

গৃহপালিত গবাদিপশুও রক্ষা পায় নি শত্রুর কালো থাবা থেকে। পুড়ে গেলো গোয়ালে থাকা ৫টি নিরীহ প্রাণ। এমনটাই ঘটেছে বগুড়ার সারিয়াকান্দির অন্তারপাড়া গ্রামের কৃষক লিটন মোল্যার সাথে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা তার গোয়ালে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এতে তার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। 

এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে তার গোয়াল ঘরে কে বা কারা শত্রুতা করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় । নিমিষের মধ্যে গোয়াল ঘরের ছড়িয়ে পড়ায় চেষ্টা করেও আগুন নিভানো সম্ভব হয়নি । ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌছার আগেই গোয়াল ঘরে থাকা ২টি দুধেল গাভী,২টি বাছুর ও ১টি ষাড় পুড়ে মারা যায় ।

সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি থানা পুলিশকে অবগত করেছি ।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে । তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।