শেরপুরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।


সামাজিক যোগাযোগ মাধ্যমসহ (ফেসবুক) অনলাইন পত্রিকায় এক নারীর সর্ম্পকে অশালিন মন্তব্য ও কুটুক্তিমূলক লেখা ছড়িয়ে দেয়ার অভিযোগে বগুড়ার শেরপুরে তথ্য প্রযুক্তি আইনে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  শনিবার (২৩মার্চ) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দরিমুকন্দ গ্রামের ওমর আলীর মেয়ে মোছা. রুবিয়া আক্তার উর্মি বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় পৌরশহরের স্যানালপাড়া এলাকার মৃত বুলু চৌধুরীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৩) ও শহরের শ্রীরামপুর পাড়ার মো. সোনা মিয়াকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে। এদিকে অভিযুক্তদের মধ্যে আব্দুর রাজ্জাককে গতকালই আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদি ও অভিযুক্তরা পরস্পরে পরিচিত। প্রায় তিন বছর আগে থেকে তাদের মধ্যে পরিচয় ঘটে। আর এই সুযোগ নিয়ে সোনা মিয়ার সহযোগিতায় প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাক উর্মির সঙ্গে ভুয়া এফিডেভিটের মাধ্যমে কাবিন নামা তৈরী করে। এরপর মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় ওই ভুয়া কাবিননামা ও এফিডেভিট ফুসবুকে এবং অনলাইন পত্রিকায় ছড়িয়ে দেয়। সেইসঙ্গে কুটুক্তিমূলক নানা অশালিন মন্তব্য করেন। এছাড়া মোবাইল ফোনে প্রাণনাশসহ হুমকি-ধামকি দেয়া অব্যাহত রাখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের মধ্যে মূলহোতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।