টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেল ক্রাইস্টচার্চ মসজিদে হামলা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০১৯ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গির এলোপাতাড়ি গুলিতে নিগদ অর্ধশত মুসল্লিকে উৎসর্গ করে প্রচ্ছদ প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন টাইম ম্যাগাজিন।

১৯২৩ সালে প্রতিষ্ঠিত জনপ্রিয় এ মার্কিন ম্যাগাজিনটির ১ এপ্রিল সংখ্যার প্রচ্ছদে সম্মান জানানো হয়েছে নামাজের জন্য সমবেত হওয়া মুসল্লিদের।

২৫ বছর বয়সী নিউজিল্যান্ডের শিল্পী রুবি জোনসের আঁকা ওই প্রচ্ছদে নিহত অর্ধশত মুসল্লির স্মরণে ৫০টি তারকা রয়েছে।

প্রচ্ছদ শিরোনামে রয়েছে ‘হোয়াট টেরর কান্ট ডিভাইড’ বা সন্ত্রাস যে বিভক্তি তৈরি করতে পারে না।

টাইম ম্যাগাজিন জানায়, ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার পর আমরা ওই দেশের মানুষের অনুভূতি আমাদের ১ এপ্রিলের প্রচ্ছদে ফুটিয়ে তুলতে ওয়েলিংটনের শিল্পী রবি জোন্সের দারস্ত হয়েছিলাম।

টাইম ম্যাগাজিনকে রুবি জোনস বলেন, এই প্রচ্ছদের মাধ্যমে বিশ্ববাসীসহ আমি যা অনূভব করেছি, সেটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সন্ত্রাসীরা মসজিদে হামলার মাধ্যমে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং এর মাধ্যমে পরস্পরের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি বলেন, আমি চিন্তা করছি বর্তমান সময়টা আগের যেকোনো সময়ের চেয়ে কত গুরুত্বপূর্ণ। বিশ্বে আমাদের এক জায়গায় এসে দাঁড়াতে হবে। কেননা আমরা সবাই একে অপরের থেকে আলাদা। আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম থেকে এসেছি, কিন্তু দিনের শেষে আমাদের কেউ জানে না আমরা এই গ্রহটিতে কী করছি।