সরকারি আঃ কলেজে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতায় পুণ্ড্র ডিবেটিং ক্লাব জয়ী

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯ ১১:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৮ বার।

সরকারি আজিজুল হক কলেজে স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতায় পুণ্ড্র ডিবেটিং ক্লাব জয়ী হয়েছে। কলেজ প্রশাসনের আয়োজনের রোববার বেলা ১২ টায় শিক্ষক মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল – ‘কেবলমাত্র দুর্নীতিমুক্ত সমাজই গড়তে পারে স্বপ্নের সোনার বাংলাদেশ।’ এতে কলেজের বিএনসিসি পক্ষে  এবং পুণ্ড্র ডিবেটিং ক্লাব বিপক্ষে অবস্থান করেন। দুই দলের সবার  যুক্তি- তর্ক শেষে পুণ্ড্র ডিবেটিং জয় লাভ করেন। পুণ্ড্র ডিবেটিং ক্লাবের দলে নোশীন নূফা, শাহরিয়ার আলম বাবু ও দলনেতা অরুপ রতন শীল এবং বিএনসিসির দলে উম্মে হাবিবা, সুমাইয়া আকতার ও দলনেতা রাশেদুল ইসলাম প্রতিযোগিতা করেন। 


এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী , উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক,  বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের শিক্ষক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী এবং ওমর ফারুক। মডারেটরের দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান।  প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় পুণ্ড্র ডিবেটিং ক্লাবের দলনেতা অরুপ রতন শীল।