বগুড়ায় কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকীতে চোখ ধাঁধানো আয়োজন

অসীম কুমার কৌশিকঃ
প্রকাশ: ১২ অগাস্ট ২০১৮ ১৪:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫২৬ বার।

জন্মদিন বলে কথা। এ দিনটা তো কোনভাবেই সাদামাটা হওয়ার কথা নয়। আর কলেজ থিয়েটারের বেলায় সে কথা তো ভাবাও যায় না। হ্যাঁ সংগঠনের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ওই সংগঠনের কর্মীরা উৎসবে মেতেছিলেন। ১১ আগস্ট শনিবার দিনব্যাপী তাদের নানা আয়োজনে মুগ্ধ হয়েছেন আমন্ত্রিত অতিথিরাও। তবে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অন্যসব আয়োজনের মধ্যে ফিউশন পালা, নাচ, নাটক আর আবৃত্তি যেন উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে।
‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই..’ বঙ্গবন্ধু স্মরণে কালজয়ী গানের মধ্য দিয়ে শনিবার সকালে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একে একে বেশ কয়েকটি গণসঙ্গীত পরিবেশন করা হয়। চলে স্মৃতি কথন এবং নৃত্য। সন্ধ্যার পর ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদী গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম..’ গান নিয়ে মঞ্চে আসেন কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন সোহাগ। প্রয়াত বাউল শাহ্ আব্দুল করিমের সেই বিখ্যাত গানের সঙ্গে দর্শকরাও কণ্ঠ মেলান। এরপর কবিতা নিয়ে আসেন সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থী মহিবুল আরাবী নাঈম। তিনি মঞ্চ ছেড়ে যাওয়ার পর পরই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে ‘মঙ্গল দ্বীপ জ্বেলে অন্ধকারে দু’ চোখ আলোয় ভরো প্রভু....’। জনপ্রিয় ওই গানের সুর আর ছন্দের সঙ্গে তাল মিলিয়ে একদল নৃত্য শিল্পী দু’ হাতে মঙ্গল প্রদীপ নিয়ে উঠে আসেন মঞ্চে। তাদের নাচ দর্শকদের বিমোহিত করে।
এরপর পরিবেশিত হয় ফিউশন বাউল, ফিউশন পালা ‘সংসার’ ও নাটক ‘একটি অবাস্তব গল্প’। এসব অনুষ্ঠানমালার পাশাপাশি ছিল আলোচনা সভাও। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন একই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, আব্দুর রশিদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এবং বগুড়া জেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।
কলেজ থিয়েটারের সহ-সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে অন্যান্যের মধ্যে আলোচনা পর্বে অংশ নেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কার্য নির্বাহী সদস্য আব্দুল হান্নান, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকি, বগুড়া থিয়েটারের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজা, কলেজ থিয়েটারের সাবেক সভাপতি সাইফুর রহমান জেলিস, এম জেড ইসলাম সবুজ, এস.এম. বেলাল হোসেন, তাজুল ইসলাম মতিন, গোলাম মোস্তফা জিয়ন, মাহামুদুল হাসান মিথেন, আমজাদ হোসেন শোভন, কলেজ থিয়েটারের সাবেক সাধারণ সস্পাদক জুলফিকার হোসেন সোহাগ, বিধান কৃষ্ণ রায় ও কলেজ থিয়েটারের বর্তমান সাধারণ সম্পাদক ওসমান গণি। আলোচনা শেষে সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকদের হাতে সম্মাননা পদক এবং উত্তরীও প্রদান করা হয়। পরে কলেজ থিয়েটারের কর্মী রবিউল ইসলাম হৃদয়ের হাতে শ্রেষ্ঠ নাট্যকর্মীর পুরস্কার তুলে দেওয়া হয়।