খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯ ০৮:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে। খবর সমকাল অনলাইন।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে খালেদাকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশে রওনা হয়।

হাসপাতালে পৌঁছানোর পর ১২টা ৩৭ মিনিটে তাকে পুলিশের কালো রঙের একটি গাড়ি থেকে বের করা হয়। এরপর একটি হুইল চেয়ারে করে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয় গোলাপী শাড়ি পরা খালেদাকে। এসময় তার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমা বেগম ছিলেন।

এর আগে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয় বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন গোছানোর কাজ। কেবিন ব্লকের সামনে নিরাপত্তাও বাড়ানো হয়। কারাগার থেকে এনে রাখা হয় খালেদার ব্যক্তিগত জিনিসপত্র।

এদিকে নাইকো দুর্নীতি মামলায় শুনানির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাজিরের নির্ধারিত দিন ছিল সোমবার। তবে তাকে আদালতে হাজির করা হয়নি।

খালেদা জিয়া অসুস্থ বলে তাকে হাজির করা যায়নি বলে আদালতকে জানায় কারা কর্তৃপক্ষ। তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান আগামী ১০ এপ্রিল মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।

কারাবান্দি বিএনপি চেয়ারপারসনকে আদালতে হাজির করা হলে গত ১৯ মার্চ তার সঙ্গে দেখা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা অসুস্থ এবং তিনি মাথা সোজা রাখতে পারছেন না বলে ওইদিন সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি।

গত ১০ মার্চ বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হলেও তিনি যেতে রাজি হননি বলে জানিয়েছেছিল কারা কর্তৃপক্ষ।

গত বছরের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, কারাগারে তাদের চেয়ারপারসনের যথাযথ চিকিৎসা হচ্ছে না।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। বিএনপি তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে।