বগুড়া মাটিডালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪১০ বার।

 

বগুড়া মাটিডালী উচ্চ বিদালয়ের ৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি  বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী  আলতাফ হোসেন। এর পর শুরু হয় শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুব হামিদ তারার সভাপতিত্বে সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়  বক্তব্য রাখেন প্রধান অতিথি আলতাফ হোসেন। এছাড়াও  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার মুশফিকুর রহিম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডল, বগুড়া সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবা, দৈনিক করতোয়া পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া । ক্রীড়া প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারী শিক্ষক রেজাউল করিম ও সহকারী শিক্ষিকা আফছা খাতুন।  ক্রীড়া  প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক ফজলে রাব্বী। সব শেষে সহকারী শিক্ষক আমজাদ হোসেন শোভনের সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।