খালেদা জিয়ার শরীর দুর্বল: বিএসএমএমইউ পরিচালক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯ ১৩:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর এখনো দুর্বল। খাওয়ার কোনো রুচি নেই।

বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল হক বলেন, মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখেছেন। তারা জানিয়েছেন, বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেওয়া হয়েছে, সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন।

এর আগে মঙ্গলবার বিএসএমএমইউ পরিচালক জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ভালো। বিএসএমএমইউর চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট বলেও তিনি দাবি করেছিলেন।

সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউয়ে আনা হয়।

প্রথম দিন পরিচালক বলেছিলেন খালেদা জিয়ার ঘুম হচ্ছে না ভর্তির পর ওনার ঘুম হচ্ছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, জি এখন ঘুম হচ্ছে। এখন ওনার পা ও হাতের ব্যথা আছে। পায়ের জয়েন্ট ও হাতের জয়েন্টে ব্যথা আছে। তার ব্লাড সুগার এখনো বেশি। ব্লাড সুগার রেনডম ১৪ আসছে। এটি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

ইতিমধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় বিএসএমএমইউ’র ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক জিলন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন রিউমাটোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেছা আহমেদ ও অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছর দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দী আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।