বগুড়ায় শোক দিবসের র‌্যালীতে জনতার ঢল

আকতারুজ্জামান সোহাগঃ
প্রকাশ: ১৫ অগাস্ট ২০১৮ ১৩:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬০০ বার।

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ দিবসে জেলার  সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। কর্মসূচী অনুযায়ী সকাল ৯টায় বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।  
এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া জেলা আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠন সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানেই শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু।

আলোচনা সভা শেষে সকাল ১০ টায়  একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে এসে শেষ হয়। এর আগে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাতমাথা দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শোক র‌্যালি বের করা হয়। এতে সর্বস্তরের জনতার ঢল নামে। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১১ টা থেকে বিভিন্ন সেবা মূলক সংগঠন তাদের কর্মসূচী পালন করেছেন। শহীদ খোকন পার্কে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ বগুড়া শাখা এবং মোহাম্মদ আলী হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়। জেলা প্রশাসক  মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এই কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়া একই স্থানে বগুড়া জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত কর্মসূচীতে দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত দরিদ্র রোগীদের চেক বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বাই সাইকেল বিতরণ করা হয়।
দুপুর ১২ টা থেকে শহরের সাতমাথায় বগুড়া ডায়াবেটিক সমিতির কর্মসূচী অনুযায়ী তারা বিনামূল্যে ৫০০ জন রোগীর রক্ত পরীক্ষা করা হয়। এছাড়াও বগুড়া অনলাইন রক্তদাতা সংগঠন এবং অনলাইন ফুড ব্যাংকিং স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করে।