শেরপুরে তেলবাহী ট্রাকের চাকায় প্রাণ গেল এক শিশুর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯ ১২:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।

বগুড়ার শেরপুরে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এগারো বছর বয়সী এক শিশুর। তার নাম মো. লিমন হাসান। সে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত আহেদ আলীর ছেলে। শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান এই তথ্য নিশ্চিত করে জানান, মহাসড়কের উক্ত স্থানে রাস্তা পারাপার হচ্ছিল শিশু লিমন। এসময় বগুড়া থেকে সিরাজগঞ্জগামী দ্রুতগতির একটি তেলবাহী ট্রাকের (বগুড়া ট-১১-০০০১) চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক তেলবাহী ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে জানান এই কর্মকর্তা।