জাতীয় শোক দিবসে বগুড়া সরকারি শাহ্‌ সুলতান কলেজে আলোচনা সভা

অসীম কুমার কৌশিকঃ
প্রকাশ: ১৫ অগাস্ট ২০১৮ ১৫:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২৮ বার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী  ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে শোক র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ৯ টায় শোক র‌্যালি বনানী শাপলা চত্বর হয়ে কলেজে এসে শেষ হয়। পরে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছায়ফুল ইসলাম জোয়ার্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে হামদ-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাসরীন রশীদ। তিনি তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গণমানুষের মুক্তি এবং লক্ষ্য ছিল স্বাধীন বাংলাদেশ। তিনি জাতির জনকের আত্মার মাখফিরাত কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম কিবরিয়া , সামছুল হক মন্ডল ,সুলতান আলী প্রামানিক, আব্দুল জলিল, এবং খন্দকার মাহফুজ আলম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আইয়ুব আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতির জনকের হত্যার সঠিক ইতিহাস তুলে ধরেন এবং শোককে শক্তিতে পরিণত করে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক আলমগীর হাসান, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, ছাত্রনেতা নাফিজ ইকবাল, ছাত্রনেতা মাইনুল হাসান মোহন এবং ছাত্রনেতা নাহিদ হাসান সানি।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। সব শেষে জাতির জনকের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক এমদাদুল হক ।